রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ২৮ ফেব্রুয়ারী ২০১৫, ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার

“যতদিন বাচবো, ইসলামকে আক্রমন করবো”


islam-attackঅভিজিতের মৃত্যুর অজুহাত দিয়ে ধর্ম অবমাননা গণহারে ছড়িয়ে দিচ্ছে একটি মহল।

বুটেক্সের ছাত্র ইউনিয়ন সভাপতি ফারুক সাদিক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে
“শপথ করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত লাগাতার তোদের ধর্মকে আক্রমণ করবো, মুসলিমের বাচ্চারা। অভিজিৎ রায়ের রক্তের শপথ।” এছাড়াও অভিজিৎ রায়ের ফেসবুক আইডির পোস্টের কমেন্টে ইসলামের বিরুদ্ধে ভয়াবহ গালিগালাজ করা হচ্ছে।

বিশেষ করে বাম আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ইসলামকে কটূক্তি করতে দেখা যাচ্ছে ফেসবুকে।