রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১০ অগাস্ট ২০১৫, ৯:৫২ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে ৫ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা


usaযুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়িতে পাঁচ শিশুসহ আটজনকে গুলি করে হত্যা করেছে এক হামলাকারী। এ ঘটনায় সন্দেভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। রোববার স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টেক্সাসের হ্যারিস কাউন্টি অফিস জানায়, শনিবার রাতে ৪৯ বছর বয়সী ওই হামলাকারী পাঁচ শিশুসহ আটজনকে গুলি করে হত্যা করার পর পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। তবে ওই হামলাকারী এবং নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি।

হ্যারিস কাউন্টির মুখপাত্র থমাস গিল্লিল্যান্ড জানান, পুলিশকে ওই ঘটনা সম্পর্কে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিলো না। এরপর ওই হামলাকারী আর কোনো দুর্ঘটনা ঘটিয়ে পুলিশের কাছে এসে আত্মসমর্পন করেন।

পরে পুলিশ ওই বাড়ি থেকে আটজনের মরদেহ উদ্ধার করে।