অনলাইন প্রতিবেদক, সিউল, ১৪ নভেম্বর ২০১৩:
বেশি আয় করে ১০ বছর পর্যন্ত বেশি বাচঁতে পারবেন। সম্প্রতি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির একটি গবেষক দল এই তথ্য দিয়েছে। কোরিয়ান সমাজের উপর গবেষণা চালিয়ে গবেষকরা জানান, যারা বেশি আয় করেন তারা আরাম আয়েশের পাশাপাশি কমবেশি ১০ বছরের মতো বেশি বাঁচেন।
গবেষক দলের তথ্য অনুযায়ী, কোরিয়ার উচ্চ আয়ের পুরুষ গড়ে ৭৭ বছর বাঁচে। যেখানে নিন্ম আয়ের মানুষের গড় আয়ু ৬৭ বছর। উচ্চ আয়ের নারীরা পুরুষদের চেয়েও বেশি বাঁচে। তাদের গড় আয়ু ৮২ বছর।
আরেকটি মজার তথ্য দিয়েছে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির চিকিৎসক এই গবেষক টিম। তারা জানাচ্ছে যেসব পুরুষের ইনস্যুরেন্স আছে তারা অন্যদের চেয়ে ১৪ বছর বেশি বাঁচে।


























