রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৮ জুলাই ২০১৪, ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার

ইনছন এশিয়ান গেমসের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা


দক্ষিণ কোরিয়ার ইনছন শহরে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৭তম এশিয়ান গেমস এ বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লুডভিক ডি ক্রুইফ এবং সহকারী কোচ রেনে কোস্টার ২৫ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে।

psy-big-bang-jyj-exo-to-perform-in-2014-incheon-asমনোনীত খেলোয়াড়দের নিয়ে আগামী ৩ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের অগামী ৩ আগস্ট দুপুর ১২.০০টায় মতিঝিলস্থ বাফুফে ভবনে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ টিম ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচিত খেলোয়াড়দের প্রাথমিক তালিকা :

মো: শহীদুল আলম, আতিকুর রহমান মিশু, শাহেদুল আলম শাহেদ, টুটুল হোসেন বাদশা (আবাহনী লি:, ঢাকা), মো: জাহিদ হামাস এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, এ এস ইউসুফ সিফাত, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, নাহিদুল ইসলাম নাহিদ, ইমন মাহমুদ (মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা), সোহেল রানা, মোহাম্মদ তকলিস আহমেদ, মামুনুল ইসলাম মামুন, রায়হান হাসান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, কেষ্ট কুমার বোস, ইয়াছিন খান (লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি:), মিঠুন চৌধুরী (শেখ রাসেল ক্রীড়া চক্র), ওমর ফারুক বাবু (টিম বিজেএমসি), জুয়েল রানা, রুবেল মিয়া (ব্রাদার্স ইউনিয়ন লি:), রাসেল মাহমুদ লিটন (বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র), ওসমান গনি (উত্তর বারিধারা ক্লাব), জামাল ভূইয়া (ডেনমার্ক)।