
সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া একটি ভাইরাল টপিক পানিতে গুঁড়া হলুদ মেশানোর ট্রেন্ড। যার নাম ‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’। এটি মূলত একটা ভিজ্যুয়াল এফেক্ট ভিত্তিক টিকটক/রিল ট্রেন্ড। যেখানে, অন্ধকার ঘরে ফ্ল্যাশলাইট অন করে স্বচ্ছ গ্লাসে পানি নিয়ে গুঁড়া হলুদ ধীরে ধীরে মেশানো হয়। আর ব্যাকগ্রাউন্ডে বাজে শাহরুখ খানের গান ‘ম্যায় আগার কাহু’ সেই সাথে হলুদ ধীরে পানিতে ছড়িয়ে আলো ছড়িয়ে পড়ে।
এই ট্রেন্ডে অংশ নিতে প্রয়োজন নেই কোনো দামি যন্ত্রপাতির- শুধু একটি কাচের গ্লাস, এক চিমটি হলুদ গুঁড়া, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট আর পানি। এতেই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো এক আলোঝলমলে দৃশ্য।
গত ১৪ জুন টিকটকে একটি ভিডিও পোস্ট করেন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন। ভিডিওতে দেখা যায়- প্রায় অন্ধকার একটি ঘরে একটি কাচের গ্লাসে গুঁড়া হলুদ ঢালছেন তিনি। হঠাৎ হলুদাভ আলোয় পূর্ণ হয়ে গেল ঘর।
সঙ্গে সঙ্গে বাজতে লাগল ‘ম্যায় আগার কাহু’র সুর। আর তাতে বিস্মিত পুষ্পার সঙ্গীরা। ব্যস, সেই থেকে ভিডিওটি ভাইরাল! মালয়েশিয়া থেকে শুরু, ফলে সে দেশে তো বটেই, ভিডিও ট্রেন্ডটি ভাইরাল বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও।
ট্রেন্ডিং ভিডিওটি তৈরি করবেন যেভাবে:
ট্রেন্ডিং এই ভিডিও তৈরি করতে প্রয়োজন মাত্র তিনটি জিনিস। একটি কাঁচের গ্লাস, এক চিমটি হলুদ আর মোবাইল।
প্রথমে একটি মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে সেটিকে উল্টো করে রাখতে হবে। এরপর একটি কাচের গ্লাসে পানি ভরে তা সেই ফ্ল্যাশ লাইটের ওপর রাখতে হবে হবে। এরপর ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে গ্লাসের পানির মধ্যে এক চিমটি গুঁড়া হলুদ ধীরে ধীরে ছড়িয়ে দিতে হবে।
এ অবস্থায় হলুদ গুঁড়া ধীরে ধীরে পানির সঙ্গে মিশে এক ধরনের ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করবে। ঠিক এই মুহূর্তটিকে ভিডিও করে নিতে হবে।




























