
ছবি: সংগৃহীত
শীতের সময় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা দ্রুত কমে যায়। ঠাণ্ডা বাতাস ত্বকের ওপরের স্তর থেকে প্রাকৃতিক তেল শুষে নেয়, ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, টানটান, চুলকানিযুক্ত ও নিস্তেজ। অনেকেই দামি বডি লোশন ব্যবহার করলেও কাঙ্ক্ষিত ফল পান না। তাদের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি বডি লোশন হতে পারে দারুণ কার্যকর বিকল্প।
বেশির ভাগ বাজারের লোশনে থাকে অ্যালকোহল, বিভিন্ন কেমিক্যাল ও কৃত্রিম সুগন্ধি—যা সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এখন অনেকেই বেছে নিচ্ছেন ঘরে তৈরি প্রাকৃতিক লোশন, যা সম্পূর্ণ রাসায়নিকমুক্ত, গভীরভাবে হাইড্রেট করে এবং শীতের শুষ্কতা সহজেই দূর করে।
এই লোশনের উপাদানগুলো ত্বকের জন্য অত্যন্ত উপকারী—
** অ্যালোভেরা জেল ত্বককে তাৎক্ষণিক ঠাণ্ডা, আরাম ও আর্দ্রতা দেয়।
** নারকেল তেল রুক্ষ ত্বকে গভীর পুষ্টি জোগায় ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
** গ্লিসারিন ত্বকের উপরে আর্দ্রতার প্রাকৃতিক স্তর তৈরি করে, যা দীর্ঘক্ষণ নরম রাখে।
** ভিটামিন ই বয়সের ছাপ কমায় এবং ত্বকে ভেতর থেকে উজ্জ্বলতা আনে।
** গোলাপ জল ত্বক সতেজ রাখে, লোশনকে হালকা ও নন-স্টিকি করে তোলে।
কীভাবে তৈরি করবেন: একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরা জেল নিয়ে তাতে নারকেল তেল মিশিয়ে বেস তৈরি করুন। এরপর একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলের অংশ যোগ করুন। এরপর মেশান গ্লিসারিন, যা আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়াবে। সবচেয়ে শেষে গোলাপ জল মিশিয়ে লোশনটিকে মোলায়েম ও সহজে শোষিত হওয়ার মতো করে নিন। চাইলে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন।
ব্যবহারের নিয়ম: গোসলের পর ভেজা ত্বকে লাগালে লোশনের উপাদানগুলো ভালোভাবে শোষিত হয় এবং ত্বক নরম থাকে। রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে পরদিন সকালে ত্বক বিশেষভাবে উজ্জ্বল ও মসৃণ দেখা যায়। শীতকালে হাত, পা, কনুই, হাঁটু—যে জায়গাগুলো বেশি রুক্ষ হয়ে যায় সেখানে নিয়মিত প্রয়োগ করলে দ্রুত পরিবর্তন অনুভব করা যায়। সংবেদনশীল ত্বকেও এটি নিরাপদ, কারণ এতে কোনো কেমিক্যাল নেই।
কেন এই লোশন কার্যকর: এই ঘরোয়া লোশন শুধু ত্বক নরম করে না, বরং ত্বকের প্রাকৃতিক রক্ষাকবচ পুনর্গঠন করে। নিয়মিত ব্যবহার ত্বকের চুলকানি, লালচে ভাব, র্যাশ বা শুষ্কতার কারণে তৈরি দাগ কমায়। শীতে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায়, কিন্তু এই লোশনের ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে নতুন প্রাণ ফিরিয়ে আনে।
সংরক্ষণ: সাধারণ তাপমাত্রায় এটি ২–৩ সপ্তাহ ভালো থাকে। নারকেল তেল ঠাণ্ডায় জমে গেলে পাত্রটি হালকা গরম পানির কাছে রাখলে আবার নরম হয়ে যায়। কোনো প্রিজারভেটিভ না থাকায় এটি সম্পূর্ণ প্রাকৃতিক।
শীতের কঠিন শুষ্কতা দূর করতে এবং রাসায়নিকমুক্ত ত্বকচর্চা চাইলে ঘরে তৈরি এই বডি লোশন হতে পারে সবচেয়ে ভালো ও নিরাপদ সমাধান।




























