কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়।
ন্যক্কারজনক এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম। এ ঘটনার প্রতিবাদে উত্তাল শোবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক তারকা ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের বিচার দাবি করছেন।
এক ফেসবুক পোস্টে ধর্ষণের প্রতিবাদ হিসেবে মৌসুমি হামিদ লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না। খুব শিগগিরই।’
শুধু মৌসুমিই নন, ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মিশা সওদাগর, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশীদ মিথিলা, নুসরাত ফারিয়া, পারশা মাহজাবীন পূর্ণী, তমা মির্জা, জিয়াউল রোশান, জয় চৌধুরী, আরশ খান, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকেই।
সেসব পোস্টে বেশিরভাগই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাইছেন। কেউ কেউ মন্তব্য করে বলছেন, প্রকাশ্যেই কার্যকর হোক এদের শাস্তি।





















