বুধবার । ডিসেম্বর ৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
শেয়ার

কলকাতায় পুরস্কৃত চৈতালীর ‌‘মরিয়ম’


chaitali

কলকাতায় আয়োজিত ফেস্ট-৫ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ ছবি ‘মরিয়ম’। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন চৈতালী সমদ্দার। চলচ্চিত্র নির্মাতা চৈতালী সমদ্দার ঢাকার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের একজন চলচ্চিত্র সম্পাদনা বিষয়ক শিক্ষক।

চারদিনব্যাপী আয়োজিত এই চলচ্চিত্র উসবের সমাপ্তি অনুষ্ঠান হয় গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণ কলকাতার সল্টলেকের অ্যানথ্রোপলজি সার্ভে অফ ইন্ডিয়ার অডিটরিয়ামে। ‘মরিয়ম’ ছবিতে অভিনয় করেছেন বৈশাখি সমদ্দার, জান্নাতুল প্রীতি, সাইফুল ইসলাম পান্না।

Mariam Poster

এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ৬৯টি দেশের ৫৫০টির বেশি চলচ্চিত্র আবেদন করেছিল। এর মধ্যে ৩০টি চলচ্চিত্র প্রদর্শনের জন নির্বাচিত হয়। ‘মরিয়ম’ সেই তালিকায় জায়গা করে নেয়।

ফেস্ট-৫ উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী ও পরিচালক মমতা শঙ্কর। চারদিনের এই উৎসবের শেষ দিনে বিশেষ পুরস্কার পায় ‘মরিয়ম’। ছবির নির্মাতা চৈতালী সমদ্দারের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট সাংবাদিক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়।