
ছবি: সংগৃহীত
একের পর এক চমক দিয়ে ভক্তদের তাক লাগিয়ে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সাম্প্রতিক সময়ে তিনি যা–ই করছেন, তা মুহূর্তেই পরিণত হচ্ছে ট্রেন্ডে। সিনেমা থেকে শুরু করে বিজ্ঞাপন, সব ক্ষেত্রেই যেন তারকাখ্যাতির নতুন মাত্রা যোগ হচ্ছে।
সেই ধারাবাহিকতায় এবার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে শাকিবের একসঙ্গে ৬টি ভিন্ন লুকের ছবি। কোথাও তাকে দেখা গেছে প্রফেসরের চরিত্রে, কোথাও শুটার বা বৃদ্ধের রূপে—যা দেখে ভক্তদের বিস্ময়ের শেষ নেই।
হঠাৎ করে এতগুলো লুকে শাকিবকে দেখা গেল কেন—এ প্রশ্নও ঘুরছে ভক্তদের মনে। খোঁজ নিয়ে জানা গেছে, জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন শাকিব খান। এটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। বিজ্ঞাপনটিতেই সুপারস্টারকে দেখা গেছে ছয়টি বৈচিত্র্যময় চরিত্রে।
শনিবার শাকিব খান নিজেই সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ‘পাইলট’ লুকের ছবি। ক্যাপশনে লিখেছেন, “আকাশই শেষ সীমা নয়, এটি সূচনাবিন্দু!”
শাকিবের এই বিভিন্ন রূপ দেখে নেটিজেনরা একদিকে তার প্রশংসা করছেন, অন্যদিকে বিজ্ঞাপনের নির্মাণশৈলীর জন্য পরিচালক আদনান আল রাজীবকেও বাহবা দিচ্ছেন।
ভিডিও বিজ্ঞাপনটিতে দেখা যায়, নানা প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হচ্ছেন শাকিব খান। প্রতিবারই তিনি একই প্রশ্নের মুখোমুখি হন— “নাম্বার ওয়ান কী?” এবং প্রতিবারই তার উত্তর— “ভিটামিন সি!”





























