
বলিউডের জনপ্রিয় অনস্ক্রিন জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন দীর্ঘ ১০ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন বড় পর্দায়। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তামাশা’ ছিল তাদের শেষ কাজ। নতুন এই প্রকল্পটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে তাদের নিয়ে সুপারহিট ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নির্মাণ করেছিলেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অয়নের নতুন ছবির গল্প অনুপ্রাণিত রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে। তবে এতে যুক্ত করা হবে আধুনিকতা, নতুন টুইস্ট এবং সমসাময়িক প্রেক্ষাপট। তরুণ প্রজন্মের জীবনের আধুনিক প্রযুক্তি, দ্বন্দ্ব এবং আবেগকে ঘিরেই সাজানো হচ্ছে কাহিনি।
এ ছবির মাধ্যমে রণবীর কাপুর প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে পারেন। তার নতুন প্রযোজনা সংস্থার নাম ‘আরকে ফিল্মস’, যা কাপুর পরিবারের ঐতিহ্যের আধুনিক রূপ বলে জানা গেছে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে, আর দৃশ্যধারণ হতে পারে ভারতের পাশাপাশি একাধিক দেশে। এই জুটি ও পরিচালককে ঘিরে নতুন সিনেমার খবর সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।



























