শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ নভেম্বর ২০২৫, ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার

সোনালি আনারকলিতে ভক্তদের তাক লাগালেন জাহ্নবী


Janhvi-Kapoor

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আবারও আলোচনায়। সম্প্রতি এক অনুষ্ঠানে সোনালি রঙের মনোরম আনারকলি পরে হাজির হয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। আধুনিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী ভারতীয় নকশার নিখুঁত মেলবন্ধনে তাঁর এ সাজ ভক্তদের দৃষ্টি কাড়ে।

ঐতিহ্য আর আভিজাত্যের সুষমায় সাজ

জাহ্নবীর পরা সোনালি আনারকলিটিতে ছিল নরম রঙের দীপ্তি, রাজকীয়তা ও পরিমিত সৌন্দর্যের সংমিশ্রণ। সূক্ষ্ম এমব্রয়ডারিতে সমৃদ্ধ পোশাকটি দেখলে চোখ জুড়িয়ে যায়। হাতার অংশে থাকা কারুকাজ পোশাকটিকে দিয়েছে শিল্পসম্মত বৈশিষ্ট্য। ঢেলে দেওয়া ফ্লেয়ার আর মার্জিত কাটে জাহ্নবীর অবয়ব আরও উজ্জ্বল হয়ে ওঠে। যে কোনো আনুষ্ঠানিক কিংবা ঐতিহ্যবাহী আয়োজনে এমন পোশাক হতে পারে অনায়াসে নজরকাড়া পছন্দ।

গয়না, চুল আর মেকআপে পরিমিত আভা

এদিন জাহ্নবীর গয়নার নির্বাচনও প্রশংসনীয়। সিলভার টোনের চোকার ও বড় দুল মিলেছে পোশাকের সূক্ষ্ম নকশার সঙ্গে। হাতের ব্রেসলেট ও আঙুলের আংটি সাজে এনেছে বাড়তি দীপ্তি, তবে বাড়াবাড়ি নয়- সবটাই ছিল পরিমিত।

চুল বাঁধা ছিল পরিচ্ছন্ন খোঁপায়, যাতে ফুটে ওঠে পোশাকের পেছনের সুন্দর ডিজাইন। হালকা মেকআপে চোখ ও গালে ছিল নরম আভা, যা তাঁর স্বভাবজাত সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে।

ফ্যাশন-দুনিয়ায় নতুন অনুপ্রেরণা

ফ্যাশন অনুরাগীদের মতে, জাহ্নবীর এই সোনালি আনারকলি শুধু পোশাক নয়, বরং আধুনিক ও ঐতিহ্যের মেলবন্ধনের দৃষ্টান্ত। ম্লান রঙ, সূক্ষ্ম নকশা এবং মিতব্যয়ী অ্যাকসেসরিজ দেখিয়েছে যে আভিজাত্য সবসময়ই উচ্চকিত হতে হবে না-সরলতা দিয়েও শৈলী প্রকাশ করা সম্ভব।

জাহ্নবী কাপুরের এই লুক তাই শুধু ভারতীয় ঐতিহ্যকেই সম্মান জানায় না, বরং সমসাময়িক ফ্যাশনপ্রেমীদের সামনে স্থাপন করে নতুন মানদণ্ড, যেখানে কনফিডেন্স ও সরলতাই সত্যিকারের সৌন্দর্যের আসল পরিচয়।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া