বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেইজ (আইএমডিবি) প্রকাশ করেছে বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা। শুধু সৌন্দর্য নয়, দাপটের সঙ্গে অভিনয়, বহুমুখী চরিত্রে দক্ষতা এবং আন্তর্জাতিক জনপ্রিয়তার ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছে।
২০২৫ সালের তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তান ও ভারতের দুই জনপ্রিয় তারকাও। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তৃতীয় স্থানে এবং বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন রয়েছেন চতুর্থ স্থানে। হানিয়া পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে ভীষণ জনপ্রিয়, বিশেষত রোমান্টিক ড্রামা ও কমেডি ধারার কাজের জন্য। অন্যদিকে, কৃতি শ্যানন মিমি, আদিপুরুষ এবং ক্রু ছবিতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান দৃঢ় করেছেন।
আইএমডিবি’র প্রকাশিত তালিকায় শীর্ষ দুটি স্থান দখল করেছেন যুক্তরাষ্ট্রের দুই তরুণ অভিনেত্রী—প্রথম স্থানে ম্যাককেনা গ্রেস এবং দ্বিতীয় স্থানে জুলিয়া বাটার্স। ম্যাককেনা গিফটেড, ঘোস্টবাস্টারস: আফটারলাইফ এবং দ্য হ্যান্ডমেইডস টেল-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। জুলিয়া বাটার্সকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে কোয়েন্টিন টারান্টিনোর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয়।
এছাড়াও তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের জনপ্রিয় তারকারা—ন্যান্সি ম্যাকডোনি (যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া), দিলরাবা দিলমুরাত (চীন), শৈলেন উডলি (যুক্তরাষ্ট্র), মার্গো রবি (অস্ট্রেলিয়া), আনা দে আর্মাস (কিউবা-স্পেন) এবং এমা ওয়াটসন (যুক্তরাজ্য)।
আইএমডিবি’র ২০২৫ সালের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা:
১) ম্যাককেনা গ্রেস- যুক্তরাষ্ট্র
২) জুলিয়া বাটার্স- যুক্তরাষ্ট্র
৩) হানিয়া আমির -পাকিস্তান
৪) কৃতি শ্যানন – ভারত
৫) ন্যান্সি ম্যাকডোনি- মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া
৬) দিলরাবা দিলমুরাত- চীন
৭) শৈলেন উডলি- যুক্তরাষ্ট্র
৮) মার্গো রবি- অস্ট্রেলিয়া
৯) আনা দে আর্মাস- কিউবা স্পেন
১০) এমা ওয়াটসন- যুক্তরাজ্য
বিশ্বের চলচ্চিত্রপ্রেমীরা জানেন, সৌন্দর্যের সংজ্ঞা কেবল চেহারায় সীমাবদ্ধ নয়—এতে অন্তর্ভুক্ত হয় ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, স্টাইল, ও অভিনয়ের গভীরতা। আইএমডিবি’র এই তালিকা প্রমাণ করে, আন্তর্জাতিক সিনেমা দুনিয়ায় প্রতিভা ও গ্ল্যামারের সমন্বয়ই একজন শিল্পীকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।



























