রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ জুলাই ২০২৫, ৭:০২ অপরাহ্ন
শেয়ার

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা


mahbubখুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকায় নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমানকে (৪০)। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাহবুবুর রহমান তার নিজ বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে মাথায় গুলি ছোড়ে। মাটিতে লুটিয়ে পড়ার পর তারা পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে।

তিনি বলেন, “তিনজন দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলে এসে মাহবুবুর রহমানকে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তার দুই পায়ের রগ কেটে দেয় তারা।” খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর ও দৌলতপুর থানার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খুমেক হাসপাতালে ছুটে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মাহবুবুর রহমানের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।