শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১২ জুলাই ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শেয়ার

সরকারি খরচে কোরিয়া প্রবাসীদের লাশ দেশে আনার উদ্যোগ


death-body

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ায় কোনো বাংলাদেশির মৃত্যু হলে, তার মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সরোয়ার আলম।

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় ৩০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। পরিবার ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে গিয়ে অনেকের জীবনের শেষ গন্তব্য হয়ে উঠছে এই প্রবাসভূমি। অর্থের অভাবে অনেক সময় মরদেহ মর্গেই পড়ে থাকে দিনের পর দিন, এমনকি বিদেশের মাটিতেই দাফন করতে হয়। অনেক সময় প্রবাসী কমিউনিটি কিংবা দয়ালু ব্যবসায়ীদের উদ্যোগে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এই প্রেক্ষাপটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণা প্রবাসীদের জন্য স্বস্তির বার্তা হিসেবে এসেছে। সরোয়ার আলম জানান, এখন থেকে সরকারি খরচেই প্রবাসীর মরদেহ দেশে পাঠানো হবে।

তবে প্রবাসী বাংলাদেশিরা চান, এই সিদ্ধান্ত যেন কেবল ঘোষণা না হয়ে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপে রূপ নেয়।