মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কুয়ালালামপুরের সেরিকামবাগান এলাকার পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে চালানো এক সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। খবর ফ্রি মালয়েশিয়ান টুডে।
অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগের সেলাঙ্গর ও কুয়ালালামপুর শাখা, জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সুবাং জায়া সিটি কাউন্সিল (এমবিএসজে), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)।
ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক জাফরি এমবক তাহা জানান, অভিযানে ৭৪১ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ অনুমতি, জাল পরিচয়পত্রসহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ৪৯৪ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ৩৫৭ জন পুরুষ, ১০৭ নারী ও ৩২ শিশু রয়েছে। তাঁদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিক রয়েছে।
জাফরি আরও জানান, আটক অভিবাসীদের অনেকেই নির্মাণ, পাইকারি বাজার, গৃহকর্ম ও বাণিজ্যিক এলাকায় কাজ করছিলেন। এই অ্যাপার্টমেন্ট এলাকা দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের ‘হটস্পট’ হওয়ায় সেখানে নিয়মিত অভিযান চলবে।
তিনি বলেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩ ও মানবপাচারবিরোধী আইন ২০০৭ অনুযায়ী গ্রেপ্তার, বিচার ও প্রত্যাবাসনের কাজ চলছে।
নাগরিক ও নিয়োগদাতাদের সতর্ক করে তিনি বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এই বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।
উল্লেখ্য, ইমিগ্রেশন বিভাগ ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ চালু করেছে। এর আওতায় ৫০০ রিঙ্গিত জরিমানা ও ২০ রিঙ্গিত ফি দিয়ে বিদেশিরা স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যেতে পারবেন।





























