শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৪ নভেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক


malaysia-arrest

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পাইকারি শপিং মল ‘জিএম প্লাজা’ ও ‘হাজী তাইব হোলসেল সেন্টারে’ যৌথ অভিযানে ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ৩৭ জনসহ পাকিস্তান, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ। তিনি জানান, অভিযানকালে কিছু বিদেশি জরুরি নির্গমন পথ ও লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা আটক হন।

অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম), কেপিডিএন এবং কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) কর্মকর্তারা অংশ নেন। মোট ২০৫ জনের কাগজপত্র যাচাই করে বৈধ নথি না থাকায় ১২৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে।

অভিবাসন বিভাগ জানায়, লাইসেন্সবিহীন ব্যবসা, বিদেশি কর্মীর পাসের অপব্যবহার এবং অবৈধ শ্রমিক বহালের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র, ভ্রমণ পাস না থাকা এবং অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে মালয়েশিয়ার অভিবাসন আইনের ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি) অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে ডিবিকেএল লাইসেন্সবিহীন ব্যবসা ও বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে ছয়টি জরিমানা জারি এবং একটি প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেয়। অপরদিকে কেপিডিএন মূল্য ট্যাগিং–সংক্রান্ত সাতটি অপরাধে সাড়ে ৬ হাজার রিঙ্গিত জরিমানা করে এবং ১১৫টি প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করে ২৫টি অপরাধ নথিভুক্ত করে, যার জরিমানা ৫০০ থেকে ৩০ হাজার রিঙ্গিত পর্যন্ত হতে পারে।