
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় স্বদেশি এক নির্মাণ শ্রমিককে চার দিন ধরে অবৈধভাবে আটকে রাখার দায়ে ২৬ বছর বয়সি বাংলাদেশি মো. মফিজুর রহমানকে ১২ মাসের কারাদণ্ড প্রদান করেছে দেশটির ম্যাজিস্ট্রেট আদালত ।
শুক্রবার (১৪ নভেম্বর) ম্যাজিস্ট্রেট মাওলানা নূল ফাদলিনা জুলখাইরি এ রায় ঘোষণা করেন। আদালতে দোভাষীর মাধ্যমে অভিযোগ স্বীকার করার পরই অভিযুক্ত মো. মফিজুর রহমানের বিরুদ্ধে দণ্ডাদেশ দেয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাতু ফেরিঙ্গির মতিয়ারা অ্যাপার্টমেন্ট এলাকার একটি আবাসিক ইউনিটে পলাতক এক সন্দেহভাজনের সঙ্গে মিলে আরেক বাংলাদেশিকে চার দিন ধরে আটক রাখেন মফিজুর। এই ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩৪৩ ধারায় মামলা করা হয়, যার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয়ই।
অভিযুক্তের অভিযোগ, যাকে আটক রাখা হয়েছিল তিনি প্রায় দুই বছর আগে মফিজুরের ৫ হাজার রিঙ্গিত চুরি করেছিলেন। মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর লাউ শাভিন, আর আসামিপক্ষে ন্যাশনাল লিগ্যাল এইড ফাউন্ডেশনের আইনজীবী প্রতিনিধিত্ব করেন।





























