শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২১ নভেম্বর ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১৭৪ বাংলাদেশি আটক


malaysia-bangladeshi

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জনকে আটক করা হয়েছে।

অপ জেম্পুর নামে পরিচিত এ অভিযানে অংশ নেন ইমিগ্রেশনের ৫৪৭ জন কর্মকর্তা। চারটি পৃথক জোন—ব্যবসায়ী এলাকা, নির্মাণ সাইট ও সবজি চাষের খামারগুলোতে একযোগে এ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্র জানায়, অধিকাংশ বিদেশি তখন সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং হঠাৎ অভিযানে তারা পালানোর সুযোগ পাননি।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় কমিউনিটি থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে প্রায় এক মাস আগে থেকেই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার ভাষায়, “এই জেলা কাজের সন্ধানে থাকা বিদেশিদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। কৃষিখাতে শ্রমিকের চাহিদা বাড়ায় এখানে বিদেশি শ্রমিকদের উপস্থিতিও বেড়েছে।”

অভিযান চলাকালে মোট এক হাজার ৮৮৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। মেয়াদোত্তীর্ণ পাস, বৈধ ভ্রমণ নথির অভাব এবং নকল টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাসের মতো বিভিন্ন অনিয়মের কারণে ৪৬৮ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছে—মিয়ানমারের ১৭৫, বাংলাদেশের ১৭৪, ইন্দোনেশিয়ার ৬৭, নেপালের ২০, পাকিস্তানের ১৬, ভারতের ১১ এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে। তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং চারজন শিশু রয়েছে। পরে তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের বিভিন্ন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৮৩ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এসব অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।