রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ জুলাই ২০২৫, ১:২৮ অপরাহ্ন
শেয়ার

যশোরের ভবদহের স্লুইসগেট পরিদর্শন করল চীনা বিশেষজ্ঞ দল


যশোরের ভবদহের ২১ ভেল্ট (স্লুইসগেট) এলাকা পরিদর্শন করেছেন চীনা বিশেষজ্ঞ দল। মঙ্গলবার দুপুরে অভয়নগর থানাধীন ২১ ভেল্ট এলাকা ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গে ছিলেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলামসহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।

যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে বর্তমান সরকার আন্তরিক। এ কারণে চীনা বিশেষজ্ঞ দল আজ ভবদহ অঞ্চল পরিদর্শনে এসেছেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বিভিন্ন কারিগরি বিষয়ে কথা বলছেন তারা। পরিদর্শন শেষ হলে তারা সরকারের কাছে মতামত তুলে ধরবেন।’