
আসছে ৮ ও ৯ আগস্ট ভিন্ন রকমের এক আয়োজনে সাজবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। এই দুদিন এখানে অনুষ্ঠিত হবে দেশের প্রথম আন্তর্জাতিক বিউটি অ্যান্ড কসমেটিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৫’। বিশাল পরিসরে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেবে দেশি-বিদেশি জনপ্রিয় সব প্রসাধনী ব্র্যান্ড। যেখানে তারা প্রসাধন পণ্য, মেশিনারিজ, কাঁচামাল, প্যাকেজিং সমাধান এবং নিত্যনতুন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করবে।
‘কসমেটিকা ঢাকা ২০২৫’-এর আয়োজকি স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড এবং সহযোগিতায় আছে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ)। এছাড়া কোরিয়া প্রজাতন্ত্রের বাংলাদেশস্থ দূতাবাস এবং কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কেওটিআরএ) সামগ্রিকভাবে এই আয়োজনের পাশে থাকছে। আয়োজনের গোল্ড স্পনসর হিসেবে থাকছে দেশের জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড কিউট।
শুধু পণ্য উপস্থাপন নয়, দুইদিনের এই প্রদর্শনীতে থাকবে আরও নানান আয়োজন। থাকবে বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কনজ্যুমার ব্যবসার সুযোগ। পাশাপাশি প্রসাধন শিল্পের সামগ্রিক ভ্যালু চেইন নিয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে ব্যবসায়িক যোগসূত্র তৈরির কাজও করবে এই আয়োজন। থাকবে বিষয়ভিত্তিক নানা ধরণের সেশন। যার মধ্যে উল্লেখযোগ্য শিল্পের সর্বশেষ প্রবণতা, গবেষণা এবং উদ্ভাবন নিয়ে ‘প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সেশন’।
এছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি ব্যবসায়িক আলোচনার সুযোগ তৈরিতে বিভিন্ন বিজনেস সেশনের ব্যবস্থা থাকবে এই প্রদর্শনীতে। থাকবে শিল্প বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং ক্রেতাদের সাথে সরাসরি মতবিনিময়ের অনন্য সুযোগ। এছাড়া প্রদর্শনী থেকে এক্সক্লুসিভ ডিসকাউনন্টে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার সুযোগ তো থাকবেই। প্রদর্শনীতে অংশ নেওয়া দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষনীয় র্যাফেল ড্র।




























