শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ৩ অগাস্ট ২০২৫, ২:১৫ অপরাহ্ন
শেয়ার

প্রথম আন্তর্জাতিক কসমেটিকস মেলা ‘কসমেটিকা ঢাকা’য় অংশ নেবে শতাধিক ব্র্যান্ড


প্রথম আন্তর্জাতিক কসমেটিক মেলা ‘কসমেটিকা ঢাকা’

আসছে ৮ ও ৯ আগস্ট (শুক্র ও শনিবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে দেশের প্রথম আন্তর্জাতিক কসমেটিকস মেলা ‘কসমেটিকা ঢাকা ২০২৫’। বিশাল পরিসরে আয়োজিত দুদিনের এই প্রদর্শনীতে অংশ নেবে দেশি-বিদেশি জনপ্রিয় প্রায় শতাধিক ব্র্যান্ড।

‘কসমেটিকা ঢাকা ২০২৫’ এর আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৭৫টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এই মেলায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তারা আশা করছেন মেলা শুরু হতে হতে সংখ্যাটি শতাধিক ছাড়িয়ে যাবে।

অংশগ্রহণ নিশ্চিত করা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য ইউনিলভার বাংলাদেশ, এসিআই, কিউট, সাজগোজ, চারদিকে, পেন্টাগন, কসমো, ইউ শপ, টিএসডি কর্পোরেশন, বিগিন, নিমশাহ ইন্টারন্যাশনাল, মোমেনটিভ, কেএলকে ওলিও, নঋত, আর্মি ফার্মা, জিএস ফার্মা, বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ) এবং কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোটরা)।

দুইদিনের ‘কসমেটিকা ঢাকা ২০২৫’ প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা। আয়োজকরা প্রত্যাশা করছেন এই মেলা দেশের কসমেটিক খাত সম্পর্কিত ভোক্তা এবং উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হবে।

‘কসমেটিকা ঢাকা ২০২৫’-এর আয়োজনে স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড এর সাথে সহযোগি হিসেবে আছে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ)। এছাড়া কোরিয়া প্রজাতন্ত্রের বাংলাদেশস্থ দূতাবাস এবং কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোটরা) সামগ্রিকভাবে এই আয়োজনের পাশে থাকছে। আয়োজনের গোল্ড স্পনসর হিসেবে থাকছে দেশের জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড কিউট।

বাংলা টেলিগ্রাফ এই আয়োজনের মিডিয়া পার্টনার।