
কারণ জোহরের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন এই অভিনেত্রী। গত ৬ বছরে তাঁর ঝুলিতে নেই কোনো বড় হিট ছবি। তবুও বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়ির কালেকশন, সেলিব্রিটির মতো বাড়ি ও ছুটি কাটানোর স্টাইল। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। কীভাবে এত কিছু সামলাচ্ছেন তারা সুতারিয়া? দেখে নেওয়া যাক তাঁর জীবনচিত্র।
১. ছোটবেলা থেকেই বিনোদন জগতে
মাত্র ৭ বছর বয়সে পেশাদার গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তারা সুতারিয়া। ডিজনি চ্যানেলে শিশু-কিশোরদের মাঝে জনপ্রিয়তা পেতে শুরু করেন ‘দ্য সুইট লাইফ অব করণ অ্যান্ড কবীর’ এবং ‘ওয়ে জ্যাসি’র মতো সিরিয়ালে কাজ করে। পাশাপাশি ছিলেন ভিডিও জকি হিসেবেও। সেই ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে দারুণ স্বাচ্ছন্দ্য তাঁর।

২. বলিউডে অভিষেক ও চলচ্চিত্র যাত্রা
২০১৯ সালে করণ জোহরের প্রযোজনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তারা। এরপর ‘মারজাওয়া’, ‘তড়প’, ‘হিরোপান্তি ২’, এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো একাধিক ছবিতে কাজ করলেও সেগুলো বক্স অফিসে সাফল্য পায়নি। তবুও নিজের গ্ল্যামার ও স্টাইল দিয়ে তরুণদের কাছে একটি ‘স্টাইলিশ আইকন’ হয়ে উঠেছেন তিনি।

৩. বিলাসবহুল বাড়িতে বসবাস
তারা বর্তমানে থাকেন মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত এলাকা পালি হিলের ‘আনন্দ হাউসে’। এই ঐতিহ্যবাহী বাড়িটি একসময় কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের মালিকানায় ছিল। তাঁর এই বসবাসের ঠিকানাই যেন আধুনিক ও ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ।
৪. দামি গাড়ির কালেকশন
বক্স অফিসে হিট না থাকলেও তারার গ্যারাজে রয়েছে বিলাসবহুল গাড়ির কালেকশন। তাঁর মালিকানায় রয়েছে অডি কিই ৩ (মূল্য প্রায় ৪৩.৬ লাখ রুপি) ও মার্সিডিজ বেঞ্জ জিএলএস (মূল্য প্রায় ১.১৬ কোটি রুপি)। এর থেকেই বোঝা যায় তারার বিলাসী রুচি ও সেলেব স্ট্যাটাস কতটা উঁচু পর্যায়ের।

৫. আয়ের উৎস ও তারকাখ্যাতি
তারা সুতারিয়ার মোট সম্পদের পরিমাণ প্রায় ২-৩ কোটি রুপি বলে শোনা যায়। তাঁর আয় মূলত আসে সিনেমা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে। সবসময় আলোচনার কেন্দ্রেই থাকেন তিনি। সম্প্রতি তাঁকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে বিখ্যাত রাজনৈতিক পরিবার থেকে আসা বীর পাহাড়িয়া’র সঙ্গে। একটি পডকাস্টে নিজেই ঘুরিয়ে-পেঁচিয়ে সম্পর্কের ইঙ্গিত দেন তিনি।
হিট না থাকলেও ক্যামেরার সামনে আত্মবিশ্বাস, স্টাইল আর স্টারডমে কোনো ঘাটতি নেই তারা সুতারিয়ার। বলিউডের নীরব এক ফ্যাশন কুইন হয়েই নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া





















