শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ১৬ অগাস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

মাত্র এক মিনিটে ফ্যান পরিষ্কার করার সহজ কৌশল


fan-cleanঘর যতই পরিষ্কার রাখা হোক, ধুলোবালির হাত থেকে রক্ষা পাওয়া কঠিন। মেঝে ও আসবাবের ধুলো মোছা গেলেও ঝামেলা হয় সিলিং ফ্যান নিয়ে। এটি ওপরে থাকায় সহজে পরিষ্কার করা যায় না, ফলে ব্লেডে জমে থাকা ধুলো বাতাসের সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়ে।

ফ্যান পরিষ্কার করা ঝক্কির কাজ মনে হলেও চাইলে মাত্র এক মিনিটেই ঝামেলামুক্তভাবে ফ্যানকে একেবারে ঝকঝকে করা সম্ভব।

পদ্ধতি:

একটি পুরোনো বালিশের কভার নিন।

ফ্যানের প্রতিটি ব্লেড আগা থেকে গোড়া পর্যন্ত কভারের ভেতরে ঢুকিয়ে দিন।

এবার দু’হাতে কভার চেপে ধরে বাইরের দিকে টেনে আনুন।

দেখবেন, সব ধুলো-ময়লা কভারের ভেতরেই জমে গেছে।

এভাবে সব ব্লেড পরিষ্কার করুন। সপ্তাহে একবার করলে ফ্যানও থাকবে ঝকঝকে, আর ঘরও ধুলোমুক্ত।