রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ১৬ অগাস্ট ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

বিমানবন্দরে আরও ৯৮ বাংলাদেশীকে আটকে দিলো মালয়েশিয়া


malaysia-bdমালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ৯৮ জন বাংলাদেশিকে আটকে দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারা ঢাকা থেকে বিমানে কুয়ালালামপুরে পৌঁছালেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।

শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার বার্তাসংস্থা বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা। যারমধ্যে ৯৮ বাংলাদেশী মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেয়া হয়।

একেপিএস জানিয়েছে, ভোরের ফ্লাইটে আসা এসব যাত্রীর অনেকেই ভুয়া হোটেল বুকিং দেখিয়েছেন, কারও কাছে রিটার্ন টিকিট ছিল না, আবার কেউ পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে পারেননি। সংস্থাটির দাবি, তারা পর্যটন ভিসার আড়ালে মালয়েশিয়ায় প্রবেশ করে অবৈধভাবে কাজ ও বসবাসের পরিকল্পনা করছিলেন।

জাতীয় নিরাপত্তা জোরদার এবং সীমান্ত সুরক্ষায় এই অভিযান চালানো হয়েছে বলে জানায় একেপিএস। সংস্থাটি আরও জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।