শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৫ অগাস্ট ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের


Sabujসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুন হয়েছেন বাংলাদেশি প্রবাসী যুবক সবুজ (৩৬)। শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে দুবাইয়ের আজমান কেরামা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সবুজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর মিয়াজি বাড়ির মৃত আমছর আলীর একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পরিবার-পরিজনের কাছ থেকে টাকা ধার করে প্রবাস জীবন শুরু করেন সবুজ। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

সবুজ যে বাসায় থাকতেন সেখানে ভাড়া থাকতেন এক ওমানি নাগরিক। ভাড়ার টাকা চাইতে গিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীকে আটক করে পুলিশ থানায় পাঠিয়েছে। বর্তমানে সবুজের মরদেহ দুবাই পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা আছে।

নিহতের মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে-ই। এখন আমি আর আমার নাতিরা কীভাবে বাঁচব?”

স্ত্রী রীমা আহাজারি করে বলেন, “আমার স্বামীকে ফিরিয়ে দাও। ১০ বছরের ছেলে বাবার জন্য কাঁদছে। সে এখন বাবাহারা হয়ে গেল।”

নিহতের দুই বোন ও ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।

এ ঘটনায় নিহতের পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।