শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার

আমিরাতে গেম খেলে ৫০ লাখ টাকা জিতলেন বাংলাদেশি ইলিয়াস


elias-amirat

পুরস্কার হাতে মোহাম্মদ ইলিয়াস। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটের জনপ্রিয় ‘হায়ার অ্যান্ড লোয়ার’ গেম খেলে ভাগ্য খুলে গেছে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের। আল আইনে বসবাসকারী এই প্রবাসী জিতেছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম—বাংলাদেশি মুদ্রায় যা ৫০ লাখ টাকারও বেশি।

বিগ টিকিটের এই গেমে আটটি লুকানো নাম্বারের কার্ড থাকে, যেখানে চারজন প্রতিযোগী অংশ নেন। শুরুতেই প্রত্যেকে নিশ্চিতভাবে পান ৫০ হাজার দিরহাম। এরপর কার্ডের নম্বর অনুমান করে যত এগোনো যায়, তত বাড়তে থাকে পুরস্কারের পরিমাণ।

ইলিয়াসের গেমের শুরুটা হয় দারুণভাবে। প্রথম কার্ডেই তিনি পান ৮ নম্বর, যা তার সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে তোলে। এরপর তিনি সঠিকভাবে অনুমান করেন যে পরের কার্ডটি হবে কম নম্বরের—যা ছিল ৫। দ্বিতীয় ধাপও সফলভাবে পার করে তিনি জিতে নেন ৯০ হাজার দিরহাম।

এরপর আরও ছয়টি কার্ডের নম্বর সঠিকভাবে অনুমান করে চূড়ান্তভাবে সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ৫০ হাজার দিরহাম নিজের করে নেন মোহাম্মদ ইলিয়াস।

‘হায়ার অ্যান্ড লোয়ার’ গেমটি খুবই সহজ নিয়মে পরিচালিত হয়। প্রতিযোগীকে প্রথমে একটি নির্দিষ্ট নম্বরযুক্ত কার্ড দেওয়া হয়; পরের কার্ডটি আগেরটির চেয়ে বেশি নাকি কম—তা সঠিকভাবে বলতে পারলেই গেম এগোয়। ভুল বললেই গেম শেষ। মোহাম্মদ ইলিয়াস সঠিক সিদ্ধান্ত আর ভাগ্যের জোড়ে শেষ পর্যন্ত পেয়ে যান সর্বোচ্চ পুরস্কার।