শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৪ অক্টোবর ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক


harun

হারুন সরদার। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকেট’ লটারিতে কোটিপতি হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। শারজাহতে ট্যাক্সি চালানো হারুন সরদার জিতেছেন সেপ্টেম্বর মাসের গ্র্যান্ড প্রাইজ ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি।

জানা গেছে, ওই টিকিটটি তিনি আরও নয়জনের সঙ্গে মিলে কিনেছিলেন। ফলে জেতা অর্থও ভাগাভাগি করে নিতে হবে।

শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে ভাগ্য খুলে যায় ৪৪ বছর বয়সী হারুনের। ২০০৯ সালে আমিরাত পাড়ি জমান তিনি এবং দীর্ঘ ১৫ বছর ধরে শারজাহতে ট্যাক্সি চালিয়ে আসছেন। প্রতিমাসেই তিনি লটারির টিকিট কিনতেন। অবশেষে এতদিন পর মিলল সৌভাগ্য।

শারজায় বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল এ ড্রতে একটি রেঞ্জ রোভার জিতেছেন।

এ ছাড়া ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের আরও চারজন ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। একই ড্রতে শারজাহর আরেক বাংলাদেশি জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি। পাশাপাশি ‘বিগ উইন কনটেস্ট’-এ ভারত ও বাংলাদেশের চারজন মিলে জিতেছেন দেড় লাখ, ১ লাখ ১০ হাজার ও ৮৫ হাজার দিরহাম।

আগামী ৩ নভেম্বর ঘোষণা হবে অক্টোবরের গ্র্যান্ড প্রাইজ বিজয়ীর নাম। সেই ড্রয়ে আড়াই কোটি দিরহাম জেতার সুযোগ থাকছে। এছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ীকে দেওয়া হচ্ছে ২৪ ক্যারেটের সোনার বার।