রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৯ অগাস্ট ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার

ভুটানের বিপক্ষে ড্রয়ে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল বাংলাদেশ


bd-bhutanসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিততে না পেরে শিরোপার লড়াইয়ে ধাক্কা খেল বাংলাদেশ। আজ শুক্রবার (২৯ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে পূর্ণিমা মারমার গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

চার দলের লিগভিত্তিক আসরে ৫ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে ভারত ৪ ম্যাচেই ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। সন্ধ্যায় নেপালের বিপক্ষে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত। তবে নেপাল যদি ড্র করে বা জিতে, তবেই শিরোপার ক্ষীণ আশা বাঁচবে বাংলাদেশের।

বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের ষষ্ঠ মিনিটেই পূর্ণিমা মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে লব শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। কিন্তু বিরতির ঠিক আগে ডিফেন্সের ভুলে সমতায় ফিরে আসে ভুটান। যোগ করা সময়ে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ছোর্তেন জাংমো। এটাই ছিল স্বাগতিকদের টুর্নামেন্টের প্রথম গোল।

প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি প্রীতি-মামনিরা। আগের ম্যাচে নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি একাধিকবার চেষ্টা করেও গোলের দেখা পাননি। তার শট একবার পোস্টে লাগে, বাকি সময় আটকে দেন ভুটানের গোলরক্ষক কেলজাং ওয়াংমো।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। মামনি চাকমার দূরপাল্লার শট আবারও বাঁচায় পোস্ট। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষ রক্ষণের দেয়াল ভাঙতে ব্যর্থ হয় লিটুর শিষ্যরা।

শেষ বাঁশির পর ভুটানের ডাগআউটে ছিল চ্যাম্পিয়ন হওয়ার মতো আনন্দ। ঘরের মাঠের এই টুর্নামেন্টে এই প্রথম পয়েন্টের মুখ দেখলো ভুটানের। তাও দক্ষিণ এশিয়ার সেরা দেশের দলের বিপক্ষে।