লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এক গোল পেছনে থেকেও ঘুরে দাঁড়িয়ে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো জাবি আলোনসোর শিষ্যরা।
শনিবার (৩০ আগস্ট) ঘরের মাঠে ম্যাচটি নাটকীয়তায় ভরপুর ছিল। রিয়ালের তিনটি গোল বাতিল হয়েছে ভিএআরের সিদ্ধান্তে, যার দুটিই করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম দুই ম্যাচে গোল পাওয়া ফরাসি তারকা এবার গোলশূন্য থাকলেও আর্দা গুলের ও ভিনিসিয়ুস জুনিয়রের পরপর দুই মিনিটের আঘাতেই তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল।
তবে ম্যাচের শুরুটা রিয়ালের জন্য স্বস্তির ছিল না। ১৮ মিনিটে কর্নার থেকে চুয়ামেনির সঙ্গে লড়াইয়ে বল মায়োর্কা স্ট্রাইকার ভেদাত মুরিকির পিঠে লেগে জালে জড়িয়ে যায়। এটাই ছিল নতুন মৌসুমে রিয়ালের বিপক্ষে প্রথম হজম করা গোল। ৩৭ মিনিটে এক কর্নার থেকে হুইসেনের হেড ঠেকানো বল গুলেরের সামনে পড়লে নিখুঁত ফিনিশে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার। মিনিট না যেতেই ভালভার্দের পাস থেকে ভিনিসিয়ুস ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে এমবাপ্পে আরও একবার বল জালে পাঠান, কিন্তু অফসাইডের কারণে গোল পাননি। আরেকবার গুলের গোল করলেও ভিএআর জানিয়ে দেয় হাতে বল লাগার কারণে সেটি বৈধ নয়। শেষদিকে মায়োর্কা কয়েকটি আক্রমণ করলেও আলভারো কারেরাস গোললাইন ক্লিয়ারেন্সে রিয়ালকে রক্ষা করেন।
অবশেষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া মায়োর্কা রয়ে গেছে তলানিতে।





























