
খুলনায় নিখোঁজের একদিন পর অবশেষে মিলল সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (রূপসা) সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব-৬ এর সদস্যরা গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ওয়াহেদ-উজ-জামান বুলু (৪৫) খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা মো. আকবর আলীর ছেলে। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার খুলনা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে নৌপুলিশের এসআই আহমেদ বেল্লাল জানান, নিহতের পকেট থেকে পাওয়া পরিচয়পত্রে তার নাম লেখা ছিল ওয়াহেদ-উজ-জামান বুলু।
স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায়। তবে তার মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে হয়েছে—তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




























