রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

মারাকানায় চিলির বিপক্ষে ব্রাজিলের বড় জয়


brasil২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বড় জয় পেয়েছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ভোরে চিলিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে সেলেসাওরা।

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিল।

বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটিকে কোচ কার্লো আনচেলত্তির দল নতুন কৌশল প্রয়োগ এবং স্কোয়াডের গভীরতা পরীক্ষার মঞ্চ হিসেবে নিয়েছিল। অন্যদিকে, আন্তঃমহাদেশীয় প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গিয়ে চিলির শেষ আশা শেষ হয়ে গেছে।

ম্যাচের ৩৮ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড এস্তাভিও। ডিফেন্ডারদের পাশ কাটিয়ে ঠাণ্ডা মাথায় করা তার নিখুঁত ফিনিশিং একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা প্রমাণ করে।

৭২ মিনিটে লুইজ হেনরিকের অ্যাসিস্ট থেকে লুকাস পাকেতার হেডে আসে দ্বিতীয় গোল। আর ৭৬ মিনিটে ব্রুনো গুইমারেসের গোল ব্রাজিলের জয়কে আরও নিশ্চিত করে।

এই জয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পেল আরেকটি নিখুঁত ও দাপুটে জয়, আর চিলি হারাল বিশ্বকাপে খেলার শেষ সুযোগ।