রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ন
শেয়ার

বাগেরহাটে আসন বহালের দাবিতে ৩ দিনের হরতাল


bagher-haatবাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। কমিটির কো-কনভেনর এম এ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী,

৭ সেপ্টেম্বর: বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

৮ সেপ্টেম্বর: হরতাল, অবরোধ, নির্বাচন কমিশন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান

৯ সেপ্টেম্বর: বিক্ষোভ মিছিল

১০-১১ সেপ্টেম্বর: টানা হরতাল

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জুমায়েতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. আব্দুল ওয়াদুদসহ সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু ও জামায়াতের নায়েবে আমির অ্যাড. আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা চারটি আসন বহালের দাবিতে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন এম এ সালাম।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাব দিলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে শুনানিতেও অংশ নেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমা পরিবর্তন করে তিনটি আসনই বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।