
নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হাঁটলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল নিবিড় আদনান। গত ১০ থেকে ১৪ সেপ্টেম্বর ম্যানহাটনের সনি হল, নিউ ইয়র্ক সিটি-তে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় এই ফ্যাশন সপ্তাহে বিশ্বের খ্যাতনামা ডিজাইনার, মডেল, সেলিব্রিটি ও ফ্যাশনপ্রেমীরা একত্রিত হয়ে এক বৈচিত্র্যময় র্যানে অংশগ্রহণ করেছিলেন।
র্যানে মডেলরা হেঁটেছেন ১৩০-এর বেশি খ্যাতনামা ডিজাইনারের পোশাকে। এই অনুষ্ঠানে আর্জেন্টিনা, মেক্সিকো এবং কলম্বিয়ার মতো দেশগুলির ২৮টি ল্যাটিন আমেরিকান ব্র্যান্ডের পাশাপাশি জাপান, যুক্তরাজ্য এবং পর্তুগালের আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো একত্রিত হয়েছিল।
মূল অনুষ্ঠানের আগে কাস্টিং পর্বে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় তিন হাজার মডেলের সাথে প্রতিযোগীতা করে মূল পর্বে জায়গা করে নেন নিবিড়।
মূল পর্বে নিবিড় পারফর্ম করেছেন পাঁচজন আন্তর্জাতিক ডিজাইনারের জন্য। তিনি হাঁটেন ওফোরবিএইচ (যুক্তরাজ্য), মনকস্টার (অস্টিন, টেক্সাস), দ্য টোকিও ভাইবস (জাপান), রানওয়ে সেভেন ফ্যাশন (নিউ ইয়র্ক, এলএ, মিয়ামি) এবং এমা রিটজ (টোকিও)। মেকআপ করেছেন বুক অব বিউটি, ফটোগ্রাফিতে ছিলেন আঞ্জা স্টল।
বিশ্বের অন্যতম বড় ফ্যাশন উইকে অংশগ্রহণ করতে পারাকে এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন নিবিড়। তিনি বলেন, নিউ ইয়র্ক ফ্যাশন উইকের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা সত্যিই স্বপ্নের বাস্তবায়ন। যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, ‘তুমি কোথা থেকে এসেছো?’ এবং আমি বলি, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি’—তখন রোমাঞ্চ বোধ হয়।
নিবিড় আদনান দেশীয় প্রায় সব ব্র্যান্ডের সঙ্গেই মডেল হিসেবে কাজ করেছেন। দেশের সীমানা পেরিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন ভারতের মুম্বাইয়ে। আমাজন ইন্ডিয়া, রেমন্ড, স্পাইকার ছাড়াও অনেক ভারতীয় পণ্যের মুখ হিসেবে দেখা গেছে তাকে।
মডেলিং ছাড়াও অভিনয়েও নিয়মিত হতে যাচ্ছেন জনপ্রিয় এই মডেল। চলতি বছর এষা মার্ডার চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক ঘটে।




























