রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার

ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা


Attack-Vanga
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে নাম উল্লেখ করা হয়েছে ২৯ জনের এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। এর আগের দিন সোমবার দুপুরে ভাঙ্গা থানায় এ হামলা ও ভাঙচুর চালানো হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় টানা আন্দোলন চলছে। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গার স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধসহ একের পর এক আন্দোলনে নামেন।

আন্দোলনের প্রথম ধাপে মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত হলেও পরবর্তীতে একাধিক দফায় টানা অবরোধ পালিত হয়। এর মধ্যে গত রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া তৃতীয় দফার কর্মসূচিতে রেল ও সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং আলগী ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ বহুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিককে ওই মামলায় গ্রেপ্তারও দেখানো হয়েছে।

সবশেষ সোমবারের সহিংসতায় ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা ও বিভিন্ন সরকারি কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।