শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
শেয়ার

দুবাইয়ে এক মাস ধরে মর্গে সবুজের লাশ, অপেক্ষায় পরিবার


sobujসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুন হয়ে এক মাস ধরে মর্গে পড়ে আছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের সবুজ মিজির (৩৬) লাশ। লাশ দেশে আনার অপেক্ষায় শোকে কাতর দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

সবুজের মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘লাশের অপেক্ষায় চোখ ঝাপসা অইয়া গেছে, তবু আসতেছে না। ছেলের লাশটা আইন্না দেও, শেষবারের মতো মুখ এট্টু দেখতে চাই।’

পরিবার জানায়, দুই বছর আগে জীবিকার তাগিদে সবুজ দুবাই যান। চলতি বছরের ২২ আগস্ট সন্ধ্যায় টাকার লেনদেন নিয়ে এক প্রবাসীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তিনি। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় দুবাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সবুজের বড় ভাই সুলতান মিজি বলেন, ‘লাশ আনার জন্য দুই দেশের দূতাবাসে যোগাযোগ করেছি। কিন্তু মামলা চলমান থাকায় দেরি হচ্ছে। মা, ভাইয়ের স্ত্রী ও শিশু সন্তান সবাই পাগলপ্রায়। সরকারের কাছে একটাই দাবি—যত দ্রুত সম্ভব লাশ দেশে আনা হোক।’

সবুজের স্ত্রী রিভা আক্তার জানান, ‘তাদের ছোট্ট সন্তানটি বারবার বাবার খোঁজ করে। তিনি স্বামীর হত্যার ন্যায়বিচার ও লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।’