রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শেয়ার

ময়মনসিংহে সৌদি ফেরত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার


alomgir

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর সৌদি ফেরত এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৩)। তিনি উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকালী গ্রামের আবুল কালামের ছেলে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সংগ্রামখেলী বাজারের পাশে একটি জঙ্গলে পরিত্যক্ত ডোবায় মাটি চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে অবস্থানের পর সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন তিনি।

স্থানীয়রা জানান, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতের খাবার খেয়ে আলমগীর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে বাজারের পাশে ডোবার আশপাশে কুকুরের অস্বাভাবিক আনাগোনায় তার ছোট ভাই শাহআলমের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে বস্তার ভেতরে লাশ দেখতে পান তিনি।

তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলীমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বঁটি দা এবং অদূরে বাপাইল বিল থেকে নিহতের পোশাক উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছে।

নিহতের ভাই শাহ আলম ও মা মনোয়ারা বেগমের দাবি, এলাকার একটি প্রভাবশালী মাদক চক্রের সঙ্গে আলীমের বিরোধ চলছিল। আলীম এলাকার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। তারা জানান, মাসুদ, সাদেক, কাজল, খাইরুল, রাজনসহ স্থানীয় কয়েকজন মাদক কারবারি আলমগীর হত্যার হুমকি দিয়ে আসছিল। এমনকি প্রায় ১৫ দিন আগে আলমগীরের বাড়িতে গিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টাও করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।