শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

আমিরাতে চার নতুন ভিসা চালু, বিদ্যমান ভিসায় বড় পরিবর্তন


amirat

ফাইল ছবি

বিশ্বের মেধাবী, দক্ষ জনশক্তি, বিনিয়োগকারী ও পর্যটকদের আকর্ষণে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ (আইসিপি) চারটি নতুন ভিজিট ভিসা চালুর পাশাপাশি বিদ্যমান কয়েকটি ভিসার শর্ত সংশোধনের ঘোষণা দিয়েছে।

আইসিপি জানায়, নতুন নীতিমালা ইউএই’র উন্মুক্ত নীতি ও বিশ্ব থেকে প্রতিভা, অভিজ্ঞতা এবং উদ্যোক্তাদের বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, বিনোদন ও পর্যটন খাতে আকৃষ্ট করবে। প্রতিটি ভিসার জন্য আলাদা মেয়াদ, শর্ত ও বর্ধিতকরণের নিয়ম নির্ধারণ করা হয়েছে। খবর দৈনিক খালিজ টাইমস।

চারটি নতুন ভিজিট ভিসা-

এআই বিশেষজ্ঞ ভিসা: কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিশেষজ্ঞদের জন্য একক বা একাধিকবার প্রবেশযোগ্য। এজন্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান বা স্পন্সর সংস্থার আমন্ত্রণপত্র আবশ্যক।

বিনোদন ভিসা: বিনোদনমূলক কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময়ের ভিসা।

অনুষ্ঠান ভিসা: উৎসব, প্রদর্শনী, সম্মেলন, ক্রীড়া, সাংস্কৃতিক বা শিক্ষামূলক আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য। এ ক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানকে স্পন্সর হতে হবে এবং আমন্ত্রণপত্র প্রদান করতে হবে।

পর্যটন ভিসা (ক্রুজ ও লাক্সারি ইয়ট): ক্রুজ শিপ ও বিনোদনমূলক নৌযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য বহুবার প্রবেশযোগ্য ভিসা।

চারটি ভিজিট ভিসার পাশাপাশি বিদ্যমান ভিসাগুলোতেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

মানবিক ভিসা ও বিশেষ সুবিধা: যুদ্ধ বা দুর্যোগপীড়িত দেশের নাগরিকদের জন্য এক বছরের মানবিক রেসিডেন্স পারমিট, যা প্রয়োজনে বাড়ানো যাবে। বিদেশি বিধবা বা বিবাহবিচ্ছিন্ন নারী ছয় মাসের মধ্যে আবেদন করলে এক বছরের বসবাসের অনুমতি পাবেন। প্রয়োজনে এটি নবায়ন করা যাবে। স্বামী যদি এমিরাতি হন তবে মৃত্যু বা বিবাহবিচ্ছেদের ছয় মাসের মধ্যে বিধবা বা তালাকপ্রাপ্তা নারী আবেদন করতে পারবেন। স্বামী বিদেশি হলে শর্তসাপেক্ষে সন্তানদের অভিভাবক হিসেবে ওই নারী স্পন্সর করতে পারবেন।

আত্মীয় ও বন্ধু আনার শর্ত: নিকট আত্মীয় আনার জন্য মাসিক আয় কমপক্ষে ৪ হাজার দিরহাম হতে হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের আত্মীয়ের জন্য আয়সীমা ৮ হাজার দিরহাম। বন্ধুর স্পন্সরশিপ করতে হলে মাসিক আয় কমপক্ষে ১৫ হাজার দিরহাম হতে হবে।

ব্যবসা অনুসন্ধান ভিসা: আবেদনকারীর আর্থিক সক্ষমতা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে এই ভিসা দেওয়া হবে। যারা বিদেশে প্রতিষ্ঠিত কোম্পানি পরিচালনা করছেন বা সংশ্লিষ্ট খাতে পেশাদারভাবে কাজ করছেন, তারাও এই ভিসার জন্য যোগ্য হবেন।

ট্রাকচালক ভিসা: ট্রান্সপোর্ট কোম্পানি বা পণ্য পরিবহন প্রতিষ্ঠানের স্পন্সরে একক বা একাধিকবার প্রবেশযোগ্য ভিসা দেওয়া হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবীমা, নির্ধারিত ফি ও আর্থিক গ্যারান্টি বাধ্যতামূলক।

সংযুক্ত আরব আমিরাতের আশা, এসব নতুন ভিসা নীতিমালা দেশটিকে আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে এবং আন্তর্জাতিক প্রতিভা ও বিনিয়োগকারীদের আগমন বাড়াবে।