রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১ অক্টোবর ২০২৫, ৯:১৫ অপরাহ্ন
শেয়ার

লক্ষ্মীপুরে সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন দিলো বিক্ষুব্ধ লোকজন


Fire-MP-Noor

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর পরিত্যাক্ত বাড়িতে বুধবার বিকেলে পুনরায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ একদল লোক। ঘটনা ঘটে শহরের উত্তর তেহমনী এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের দিকে ক্ষুব্ধ লোকজন উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে ওই এলাকায় পৌঁছে সাবেক সংসদ সদস্যের পাঁচতলা বাড়িটির নিচতলায় আগুন ধরায়। আগুন লাগার পর স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের দিনেও একই বাড়িতে আগুন দিলো এবং তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। পরে এইবার আবারও বাড়িটিতে আগুন লাগানো হয়েছে। স্থানীয় এক যুবক মেহেদী হাসান ঘটনাস্থলে বলেছে, “স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সেই সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি ফিরে আসে আমরা তাদের প্রতিহত করব; কাউকে ফিরে আসার সুযোগ দেয়া হবে না।”

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, “সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্টে পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি।” পুলিশ ঘটনার নেপথ্যে রয়েছে এমন কোন গোষ্ঠী বা সংগঠনের জড়িত থাকার সম্ভাব্যতা তদন্ত করছে এবং দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।