রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৮ অক্টোবর ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
শেয়ার

বিদ্রোহী ৪৮ ক্লাবের ঘরোয়া ক্রিকেট বয়কটের ঘোষণা


BCB League

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরেও বিতর্ক থামছে না। এবার নির্বাচন বয়কট করা সংগঠক ও ক্লাবগুলোর পক্ষ থেকে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা এসেছে। তারা নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান এই ঘোষণা দেন। তিনি জানান, বিদ্রোহী ৪৮টি ক্লাব দেশের সব ঘরোয়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, আমরা বারবার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। ৬ অক্টোবরের ভোটে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। আমরা ক্লান্ত এই অবিচারের বিরুদ্ধে কথা বলতে বলতে। তাই আমরা ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে নির্বাচনের একদিন আগে ক্লাব সংগঠকরা ভোট পেছানোসহ তিন দফা দাবি তুলেছিলেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি দেন। তাদের প্রস্তাব ছিল— বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে পুনঃতফসিল ঘোষণা করা অথবা একটি অ্যাডহক কমিটির অধীনে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট আয়োজন করা।

কিন্তু সেই দাবিগুলো উপেক্ষা করে ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি হন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

নতুন এই সিদ্ধান্তে দেশের ঘরোয়া ক্রিকেটে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।