শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার

মৃত্যুর ১৮ দিন পর আমিরাত থেকে দেশে এলো জুলাই যোদ্ধা হামিদের মরদেহ


hamid

জুলাই যোদ্ধা আব্দুল হামিদ (ডানে)

মৃত্যুর ১৮ দিন পর সংযুক্ত আরব আমিরাত থেকে জুলাই যোদ্ধা আবদুল হামিদের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয়।

জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতের নানা রাজ্যে আন্দোলনে অংশ নেয়ায় ২০০ জনেরও বেশি বাংলাদেশি আটক হয়। এদের মধ্যে গত ২২ সেপ্টেম্বর আল সদর কারাগারে মারা যান চট্টগ্রামের রাউজানপর বাসিন্দা জুলাই যোদ্ধা আবদুল হামিদ। বাড়িতে তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

শুক্রবার সকালে মরদেহ দেশে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা এবং সরকারের প্রতি সহায়তার দাবি জানান। হামিদের স্ত্রী ও ছেলের চাওয়া, তাদের পরিবারের দায়িত্ব যেন সরকার নেয়।

প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারি পাবলিক মহেন্দ্র চাকমা জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ৩৫ হাজার ও পরে তিন লাখ টাকা দেয়া হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এদিকে আবুদাবির কারাগারে থাকা আটক ২৪ স্বজনের মুক্তির দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। আবুদাবিতে আটক শহিদুল আমিন এর স্ত্রী তানিয়া আমিন জানান, তিনি দুই ছেলে নিয়ে মানবেতর জীবন যাপন করছে। পড়াশোনা করাতে সমস্যায় পড়তে হচ্ছে। বোয়ালখালী উপজেলার পাঠান পাড়ায় থাকেন তিনি। স্বামীকে কারাগার থেকে ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতে মোট ২২৫ জন আটক হন। তাদের মধ্যে ২০১ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২৪ জন এখনো কারাগারে আছে।