রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ অক্টোবর ২০২৫, ৯:০২ অপরাহ্ন
শেয়ার

মসজিদের সিঁড়িতে ঝুলছিল প্রবাসীর লাশ


debidar-news

কুমিল্লার দেবিদ্বারে মসজিদের সিঁড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে মসজিদের সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বশিরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এক সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে বশিরুল সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে প্রায় দেড় মাস আগে চিকিৎসার জন্য দেশে ফেরেন তিনি।

রোববার সকাল ৮টার দিকে নাস্তা না করে বাড়ি থেকে বের হন বশিরুল। এরপর আর ফেরেননি। দুপুরে স্থানীয়রা মসজিদের সিঁড়িতে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

দেবিদ্বার থানা পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বশিরুলের স্ত্রী মিতু আক্তার জানান, সকালে স্বামীকে স্বাভাবিক অবস্থায় দেখেছেন। পরে বারবার ফোন করেও যোগাযোগ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, তার স্বামী আর বেঁচে নেই।

দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যা ও মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।