রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ১৫ অক্টোবর ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩২ প্রবাসী আটক


malaysia-arrestমালয়েশিয়ার বাটু পাহাত জেলায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩২ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। স্থানীয় খাবারের দোকান, গাড়ি ধোয়ার কেন্দ্র এবং বিদেশি শ্রমিকদের বসবাসের এলাকাগুলোতে একাধিক স্থানে অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস। তিনি জানান, অভিযানটি ‘অপস সেলেরা’, ‘অপস মিনিয়াক’ ও ‘অপস সাপু’ নামের সমন্বিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়। গত এক সপ্তাহের গোয়েন্দা নজরদারি এবং জনগণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৯৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী মামলা করা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে— বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র ছাড়া অবস্থান, কাজের অনুমতি অপব্যবহার, বৈধ অনুমতি ছাড়া কাজ করা এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশটিতে থাকা।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— বাংলাদেশি ৫, ভারতীয় ৫, পাকিস্তানি ১, মিয়ানমারের ৫ (৪ জন পুরুষ ও ১ নারী), এবং ইন্দোনেশিয়ার ১৬ (৮ জন পুরুষ ও ৮ জন নারী)। তাদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে।

সবাইকে সেতিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য। এছাড়া অভিযানের সময় চারজন স্থানীয় নাগরিককে তদন্তে সহযোগিতার জন্য বোরাং ২৯ (সাক্ষী সমন) প্রদান করা হয়েছে।

দাতুক রুসদি জানিয়েছেন, অবৈধভাবে অবস্থানকারী ও অনুমতি ছাড়া কাজ করা বিদেশিদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।