
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) একটি পোশাক কারখানায় লাগা আগুন ঘণ্টার পর ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। সাত ঘণ্টা ধরে জ্বলতে থাকা এই অগ্নিকাণ্ড এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে নয়তলা ভবনের নিচতলা পর্যন্ত, এবং তীব্র তাপে আশপাশের আরও কয়েকটি কারখানা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অতিরিক্ত তাপের কারণে পার্শ্ববর্তী ভবনগুলোও উত্তপ্ত হয়ে পড়েছে। এ অবস্থায় আগুন যাতে সেগুলোতে না ছড়িয়ে পড়ে, সে জন্য ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কারখানার কর্মীরা মিলে ভবনের ভেতরে পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, বন্দর, আগ্রাবাদ, ইপিজেড, কালুরঘাট ও চন্দনপুরা স্টেশন থেকে মোট ২৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের ব্যাপ্তি ও তীব্রতা বিবেচনায় ইতোমধ্যে নৌবাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও যোগ দিয়েছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে থেকে সহায়তার দায়িত্ব পালন করছেন।

ফায়ার সার্ভিস বলছে, ভবনের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। তবে তারা আশাবাদী, সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
চট্টগ্রাম ইপিজেডের এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।




























