শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা


osmani-airport

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। এতে উড়োজাহাজটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তার স্বার্থে সিলেট-লন্ডন ফ্লাইটটি বাতিল করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় বোর্ডিং ব্রিজ বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইঞ্জিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রকৌশল বিভাগ পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেয়, ফলে ফ্লাইটটি বাতিল করা হয়।

বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হয়। বিকেল ৪টা ৫ মিনিটে একই ফ্লাইট নম্বর (বিজি-২০২) ব্যবহার করে নতুন উড়োজাহাজে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “২৬২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইটটি যাত্রা শুরুর আগমুহূর্তে দুর্ঘটনাটি ঘটে। এখনো আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।”