
আমিরাতে ৪১ লাখ টাকার সোনার বার জিতলেন বাংলাদেশি হায়দার
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি সোনার বার জিতেছেন মোহাম্মদ হায়দার আলী নামে এক প্রবাসী বাংলাদেশী। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকার সমান।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ৩১ বছর বয়সী হায়দার আলী গত পাঁচ বছর ধরে আল আইনে বসবাস করছেন। তিনি সেখানে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। গত দুই বছর ধরে চার-পাঁচজন বন্ধু মিলে নিয়মিত লটারির টিকিট কিনতেন। অবশেষে সেই প্রচেষ্টা সফল হয়েছে, এবার তিনি জিতে নিয়েছেন সোনার বারটি।
লাইভ ড্র চলাকালে উপস্থাপক রিচার্ড ফোনে হায়দারকে বিজয়ের খবর জানানোর সময় তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তিনি জানতে চান, ‘আমি কত গ্রাম সোনা জিতেছি?’ পরে ফোনটি বন্ধুর হাতে দিয়ে বিষয়টি নিশ্চিত হলে আনন্দে আত্মহারা হয়ে যান দু’জনেই।
হায়দার বলেন, “আমি খুবই খুশি। এটি আমার জন্য বিশাল এক চমক। এই জয় আমাকে আবারও টিকিট কিনতে উৎসাহ দিয়েছে।” তবে লটারিতে পাওয়া সোনার বারটি কীভাবে ব্যবহার করবেন, তা এখনও ঠিক করেননি তিনি।
এর আগে গত সপ্তাহে আরও এক বাংলাদেশি প্রবাসী, ইলেকট্রিশিয়ান মানসুর আহমেদও ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার জিতেছিলেন।





























