শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ অক্টোবর ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
শেয়ার

নিজ বাড়ির ছাদে মিললো আ.লীগ নেতার মরদেহ


AL Leader Murder

আবদুর রাজ্জাক

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে মিললো কার্যক্রম স্থগিত সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রাজ্জাকের মরদেহ। শুক্রবার সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। তবে সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাদে গিয়ে তারা রাজ্জাকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ বলছে, হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনো বিরোধ বা ব্যক্তিগত শত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।