
নাজমুল হোসেন শান্ত
দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের কাছে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্ত চূড়ান্ত করে।
গত জুনে শ্রীলঙ্কা সফরের ঠিক আগমুহূর্তে ওয়ানডে নেতৃত্ব থেকে অবসান ঘটে শান্তর। তাঁকে না জানিয়েই সেই দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। বিষয়টি নিয়ে ক্ষোভ থাকলেও তখন তা চেপে রাখেন বাঁহাতি এই ব্যাটার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সফরের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
এ সময় বিসিবির তাড়াহুড়ার দরকার পড়েনি, কারণ সামনে সাড়ে চার মাস কোনো টেস্ট সূচি ছিল না। কিন্তু নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে নতুন অধিনায়ক নিয়োগ জরুরি হয়ে পড়ে।
বোর্ড সূত্র জানিয়েছে, গত কয়েক দিনের আলোচনায় শান্তকে আবারও নেতৃত্বে রাজি করানো সম্ভব হয়েছে। যেহেতু এই সময়ের মধ্যে বাংলাদেশ কোনো টেস্ট খেলেনি, তাই বিরতির অনুভূতি ছাড়াই দায়িত্ব গ্রহণে সম্মতি দিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজের পুরস্কার বিতরণ শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালনা পর্ষদ সম্ভাব্য অধিনায়ক নিয়ে বৈঠকে বসেন। সেখানে আলোচনায় ছিলেন লিটন দাসও। তবে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে তাঁর মন্তব্য নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানা গেছে। অন্যদিকে টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজকেও পর্যাপ্ত নির্ভরযোগ্য মনে করেননি বোর্ড কর্তারা।
তিন সংস্করণেই আলাদা অধিনায়ক রাখার নীতি বিবেচনায় রেখে লিটন ও মিরাজকে আপাতত আলোচনার বাইরে রাখা হয়। ফলে সবচেয়ে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তকে ফের টেস্ট দলের নেতৃত্বের ভার দেওয়া হচ্ছে।
এ নিয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা মিলবে শিগগিরই।




























