শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৪ নভেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার

নোয়াখালীতে ট্রাকচাপায় দুই কলেজশিক্ষার্থীসহ নিহত ৬


noakhali-news

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় দুই কলেজশিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশাচালক শাহ আলম, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও সুমন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে মাইজদী থেকে পাঁচ যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশে রওনা দেয় একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে কবিরহাট পৌরসভার আলিয়া মাদরাসার সামনে অটোরিকশাটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের বিপরীত পাশে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।