শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৫ নভেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রাম-৮

বিএনপি প্রার্থীর গণসংযোগকালে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু


Sarwar-Babla

সরওয়ার বাবলা

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় সরওয়ার বাবলা নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে পরে হাসপাতালে মারা গেছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বায়েজিদ বোস্তামী এলাকায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় সরওয়ার বাবলাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, “ঘটনা কারা ঘটিয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।”

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় ছিলেন। এসময় দুর্বৃত্তরা গুলি চালালে তিনি ও আরও দুজন আহত হন। এরশাদ উল্লাহকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রের তথ্য মতে, সরওয়ার বাবলাকে লক্ষ্য করেই মূলত গুলি চালানো হয়। ঘটনাস্থলে তিনি প্রচারণায় অংশগ্রহণ করছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে বলেও জানা গেছে।

এদিকে, বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে হামলার ঘটনা নিশ্চিত করেছে। বিএনপি জানায়, এরশাদ উল্লাহর ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে।