শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ নভেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার

বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু


gathering-dead

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফাতেমা (১৪) ও আফিয়া (১২)-দুজন আপন বোন, আলিয়া (১১)- তাদের চাচাতো বোন,
এবং তাদের প্রতিবেশী মিম (১৪)।

ফাতেমা ও আফিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নিহত শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির কাছের বিলে শাপলা তুলতে গিয়েছিল বলে জানা গেছে।

মেহেরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম হোসেন ঘটনাস্থলে পৌঁছে শিশুদের মৃত্যু নিশ্চিত করেন। তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।